হাসির, আড়ালের নিরবতা কেউই  বুঝে না
তাদের বুঝার তো কথা নয়।
বৈশাখী ঝড় ঠিকই জানে কখন দিতে হবে
সর্বনাশী হানা মরুর বুকে পড়ে রয়  প্রাণহীন একটি দেহ কই শকুনের তো ভুল হয় না মরা দেহ খুঁজে নিতে।
আষাঢ়ের বৃষ্টির রিমঝিম শব্দ পড়ন্ত
বিকেলের মৃদু বাতাস তো ভুলে না তার ছঁন্দকে।
দিনের ক্লান্তি শেষে মুক্ত আকাশে উড়ে
যাওয়া পাখিরা তো ভুলে না তার সঙ্গীকে।
শীতের গ্রামীণ পথ একে বেকে চলা
ঘর্ন কুয়াশার মাঝে দক্ষিণা হাওয়া কই শীত তো
ভুলে না তার শিশির কে।
পূর্ণিমা বা আমাবশ্যা আলো আঁধারী ক্ষন
ভালোই কাটে আলো আঁধার তাদের কিছুক্ষন
কই তারা তো ভুলে না তাদের সৃষ্টিকে
শুধু ভুলে যাই মোরা একে অন্যকে।