একা ঘরে একা ভেবে এতটা রজনী,
খুঁজে ফিরে দিনে রাতে বিরহ-সজনী।
“কাছে এসে নিয়ে যাবে পালিত সাধনা
হাসি দিয়ে চলে যাবে কখনো পাবেনা”।
বসে বসে চেয়ে রবে হারিয়ে মননা,
থেমে রবে কিছু পাছে “এমনি ললনা”!
হাসি মাখা ছোঁয়া নিয়ে বিরহ মোচনে,
চলে যাবে দুখে রেখে নীরবে গোপনে।


দিনে দিনে মনে বাড়ে যাতনা যতনে!
কত রূপে কত রূপী; বাসনা স্বপনে!
পিছু ফিরে দেখে নিয়ে অযথা ভাবনা,
বাজি ধরে নিয়ে গেলো সাধিত সাধনা!
“হাসি গুলো ভরা বিষে কখনো দেখেনি
আলো জ্বেলে চলে যাবে ভেবেও বুঝেনি”!


(২০ এপ্রিল, ২০১৫#৮৯৭)