এখনো দিঘির জলে বাঁকা চাঁদ হাসে।
উপমায় রুপায়িত পূর্ণিমা চাঁদ।
গগনে বারির ঘটা আজো ঠিক ভাসে।
প্রেমময় পরিচিত বৃষ্টির স্বাদ।
হৃদয়ে ফুলের শোভা খুব বেশি আসে।
বাসনায় মুখরিত সৃষ্টির নাদ।
“সাধনায় সুরভিত সজ্জ্বিত ছাদ”।
ললনা হাসির টানে মিশে যায় ঘাসে।


থাকেনি কখনো মনে কথা দিয়ে গেলে!
“অ-বেলায় আবেগিত কন্ঠের স্বর”।
রাখেনি কখনো পণে ব্যথা কিছু পেলে।
কু-আশায় সুললিত নশ্বর চর!
কাঁদেনি পুরনো ক্ষণে আশা পিছু ফেলে।
সু-সময় বিরহিত স্বপ্নের ঘর।


(১১ মে, ২০১৫#৯০৩)