আপন হাতের মুঠোয় ভরা
আকাশ আলোক সুখের ধারা।
         সুখ নয়তো সে দুঃখের চারা
                     বাড়ছেই অবিরাম-
ওরে, মন চাইলে একটু থাম!
         ‘দুঃখের সাথীরা উড়তেছে শুধু
                  আকাশে বাতাসে’! দে না লাগাম!


আপন বাহুর সুখের জয়
সৎ পথে ভাই, হতেই হয়!
          নাইরে মোদের কোনই ভয়-
                     আত্মকৃতির প্রশ্বাস,
সবার দুখে ফেলবই নিঃশ্বাস!
         ‘হানা দিয়ে যাক ডর-ভয় যত
                    মৃত্যু সীমানায়’! এ যে বিশ্বাস।


আপন কর্মেই থাকো সন্তুষ্ট
আপনার দুখে থাকবে তুষ্ট !
          ভেবে দেখ শুধু আপন-সৃষ্ট
                      মহারূপে মহীয়ান,
যদিবা সে সবে ভরে কারো মন!
           বাটো যদি শান্তি অপরের লাগি
                    অনন্ত পাথারে’- ভরবে প্রাণ।


(০৩ মে, ২০০২#৪৪)