তরুণ প্রাণে গেয়ে গান
জুড়াবো মোরা নিঃস্ব প্রাণ,
   বিজয় উল্লাসে ছুটবো মোরা
হাত জাগাবো; করবো রণ।


দুষ্কর কার্য সিদ্ধি করবো
আপন শক্তিতে চিরদিন লড়বো।
   বয়ে চলবো হৃদয় শক্তি-
অহম ভেঙ্গে খর্ব করবো।
বিবেকে স্থান পাবেনা হিংসা
   দূরে ছুড়বো আপন লিপ্সা।
সুখের ধরা মধূময় করবো-
এটাই হবে তরুণ ইচ্ছা।
তবেই ফুটে উঠবে যেন
    অবুঝ মনের তরুণ গান,
বিজয় উল্লাসে ছুটবো মোরা
    হাত জাগাবো; করবো রণ।


বিজয়-দর্পণে হবই মহৎ
থাকলে পরে অটুট সৎ।
   স্বার্থ হবেনা জীবন দিশারী
ছুটাবো পথে সুখের রথ।
দুঃখের গাহন দূর করবো
শান্ত হৃদয়ে মোরা লড়বো।
   সকল অসারতা দূর করে
চির শান্তি ফিরিয়ে আনবো।
গল্প গানে সুখের সনে
   ফুটাবো ভূমে আপন ক্ষণ,
বিজয় উল্লাসে ছুটবো মোরা
   হাত জাগাবো; করবো রণ।


সত্য পথে এগোবো মোরা
করবো না’ক খুব ত্বরা।
   ফুলকি হয়ে জ্বালিয়ে দেব
তিক্ত আধাঁরের পিছু যারা।
মিথ্যে আশার মরণ হবে
মরণ নেশা দূরে রবে।
   চলতে দেব না অত্যাচার আর
তবেই ধরা সুখি হবে।
ধরার মাঝে স্বপন ছড়াতে
   একলা একাই করবো পণ,
বিজয় উল্লাসে ছুটবো মোরা
   হাত জাগাবো; করবো রণ।


আকাশ থেকে জোছনা ধরে
সবার হৃদয়ে আনন্দ ভরে।
   মাখবো মোরা সুখের রং
আমাদেরই কুড়ে ঘরে।
জোছনার আলো করবে দূর
তাড়িয়ে ধরার অহম চূর।
   মুছে যাবে দিনকে দিন
অহংকারের তিক্ত সুর।
সুখের আলোয় ভরে তুলবো
       দুঃখ ঘেরা ত্রিভূবন,
সুখের ছোঁয়ায় নাচবো সবাই
      সুখে রবো সর্বক্ষণ।


(মে ২০০৪ # ৩৬০)