হৃদয় জুড়ে                নাচন ওঠে
            এসে গেল বন্ধ,
মেঘের খেলা              সারা বেলা
            নেই দ্বিধা দ্বন্দ্ব।
লুকোচুরি                  চলছে ভারি
            মন ভরে বন্ধু,
সারা বেলা                অমোঘ খেলা
            খুঁজি সুখ-বিন্দু।
মন আকাশে              সুখের তরী
            সুখ যেন ঝর্ণা,
ভাসাই ভেলা              চলছে ভালা
              উজ্জ্বল বর্ণা।
ঘুড়ির নেশা               চাপছে খাসা
           মন নাচে রৌদ্রে,
দেয় যে দোলা            প্রেমের খেলা
           ক্ষীণকায়, ক্ষুদ্রে।
দিনের শেষে              দেখছি তবু
          মনে আশা ভর্তি,
শান্ত প্রাণ                  সুখের আশে
         খোঁজে শুধু ফূর্তি।
শেষ হল যে               দিবস গুলো
           ছুটি শেষ, গ্রীষ্ম!
ছুটির তান                যায়রে ভেসে
          ফের আমি নিঃস্ব!


(০৯ মে, ২০০১#২৫)