ওহে,        কি করো হেথা একলা বসে-
                খাচ্ছ ভোরের হাওয়া?
জানো?     হৃদয় মোর মরছে কেঁদে-
                হলো না সুখে যাওয়া!
দূরে,        স্বপ্ন-রঙ্গিন মেঘটা দেখে
                ইচ্ছে হয়েছে আমার,
আমি,       যাবরে সেথা একলা একা
                সময় বুঝি- যাবার!
কিন্তু,        হলনা আর, কিছু হলনা!
                ডুবছি রসনা-রসে,
শুধু,         পথিক আমি পাচ্ছি ছলনা
                 দেখছি হেথায় বসে!
যাবে,      “চলেই যাবে- মন ও কায়া
                 পাবেনা সুখ যে কভু”!
যেথা,        হিসাব হবে, রবে না মায়া-
                 হ্যাঁ, জানে আমার প্রভু।


(জানুয়ারী, ২০০৪#২৫৫)