গাছের ডালে আপন তালে
     বানায় পাখি বাসা,
বলবে সেথা মনের কথা
     নাচে মনের ভাষা।
ডিম ফুটাবে ঘর ভরাবে
     কাটবে সুখে দিন,
রঙ্গিন ভবে নাচতে রবে
     বাজবে প্রেমে বীণ।
তর তাজা সে ধান-সুবাসে
     মিটবে শত ক্ষুদা
সবার ভিড়ে বাড়বে ধিরে
     নব সাহেবজাদা।
বড় হলেই নিজ খেয়ালে
     উড়বে ডালে ডালে,
নাচবে পাখি ভরবে আঁখি
     রূপের তালে তালে।
নিজের তরে বাঁধবে ওরে
     ছোট্ট সুখের ঘর,
আশার মাঝে সকাল সাঁঝে
     রবে জীবন ভর।


চড়ুই পাখি  চড়ুই পাখি
     একলা থেক নাকো?
তোমার পাশে সুখের আশে
    আমায় নিয়ে রাখো!


(২১ মার্চ, ২০০২#৩৬)