ন্যায় পথের নাম ধরে
অত্যাচারের মুখোশ পরে
      ফুলিয়ে চলেছ দিবানিশি- ছাতি,
মুছবেনা কখনো
তোদের এ শত প্রলোভন-
      কাঁদবি একদিন রাতারাতি।
ধ্বংস-যজ্ঞে মেতেছ আজ;
হতেছ কি জগদ্বিরাজ?
      অসম পথ আসবে তোদের একদিন,
কোথায় পালাবি, কোন সুদূরে
কোন সে রূপের মগ্ন ঘরে-
      কোথায় যাবি বল তোরা সেদিন?
ভয় কি নাই তোদের হৃদয়ে?
হাত কাঁপেনা শত বিদায়ে?
     কেন এতটা নিষ্ঠুর তোদের মন?
কোন সে সুখের সন্ধানে তবে
নেশায় মেতেছো- সুন্দর ভবে?
     ডেকে এনেছ মৃত্যুর কাল নিশান!


ভাবিস না তোরা,
বিবেক তোদের মরণে এসে, করবে লড়াই,
মৃত্যু তোদের দিবেনা রেহাই, করিস না বড়াই।


(১৩ এপ্রিল, ২০০৩#১১১)