দিকের শেষের সীমান্তটা আসছে ধেয়ে ঐ,
পথ হারিয়ে পথের মাঝে প্রহর গুনতে রই।
               মানেনা এ মন
               শুধু ঊচাটন
ভোর না হতেই পাথর চাপা দুখের ছায়া সই,
দুঃখ আছে বুকের মাঝে, সুখ যে গেলো কই!


দুঃখ সুখের মাঝে জীবন যন্ত্রণা পোহায়।
এক জনমে এই জীবনে আর  কতো ব্যথায়-
         কাঁদবে এ মন নিরবধি
         বইবে চোখে অশ্রুনদী
অশ্রুগুলো অস্তাচলে- খর্ব জীবন ঐ,
জীবন আছে, দুঃখ রবে, দুঃখ যাবে কই!


স্বপ্ন আশা সঙ্গোপনে দিচ্ছে মোরে ডাক।
‘দিক হারিয়ে অকূল পাথার মন গুছিয়ে রাখ’।
        চুপসে থাকুক মনের ব্যথা
        বাড়তে থাকুক আকুলতা
জীবন থাকুক দুখের সাথে- দুঃখ যাবে কই,
এক জীবনের সকল দুখের সঙ্গী হয়ে রই।


(১৭ জুন, ২০১৫#৯১৭)