আকাশের মত অসীম ভাবনা,
           তুমি ফেব্রুয়ারী মোর,
তোমার স্বকাশে বিজয়ের ঘন্টা
            বেঝে উঠেছিল শোর।


আশা দিয়েছিলে সবুজ ভূমিতে
            ছিনিয়ে আনতে জয়,
জেগে উঠেছিলসকল মানুষ
           তোমারই সূচনায়।
মহান আলোয় স্বপনের রেশে
          দিয়েছিলে তুমি হানা,
হাজারো মানুষ হৃদয় ভাষাতে
          হয়েছিল উচ্চ  মনা।


জেগে তুলেছিলে হুংকার বাঝায়ে
          জাগিয়ে সকল নর,
মাতৃ ভাষাতেই মায়েরা সাজালো
          আদরের কলোবর।
মৃত্যুর শিয়রে জ্বেলে ছিলে আলো
          জীবনে পূর্নের  গান,
ভরে দিয়েছিলে সকলের মনে
          প্রতিবাদের-ই রণ।


স্বপ্ন দিয়েছিলে সকলের মনে
          পাব ফিরে মাতৃভাষা,
রণের আকরে, মনের ভিতরে
          একটাই ছিল  আশা।


তোমাকে স্মরেই প্রতি ক্ষনে আজ
          জীবনের জয়-গান,
সূচনা ছিলে যে, তুমিই একুশ,
         অন্তর আত্মা ও  প্রাণ।
তোমার আলোয় উদ্ভাসিত আজ
          বাংলার সবুজ  তীর,
দুরে চলে গেছে ভয় ছিল যত;
          প্রাণবন্ত আজ  নীড়।


হৃদয় মাঝারে ভেসে ওঠে স্মৃতি;
           যারা দিয়েছিল  প্রাণ!
শ্রদ্ধা ভরে স্মরি, মন ভরে করি,
           তোমাদের জয়  গান।
সুখ প্রেরনায়, দুঃখ নিয়ে বুকে-  
          ভেসে উঠেছিলো  তরী,
সুখ দিয়ে গেল, স্বপ্ন নিয়ে শত;
         ঐ দুরন্ত ফেব্রুয়ারী।


(২১ ফেব্রুয়ারী, ২০০৪ # ২৯২)