চাঁদ, তারা, আসমান সব নিয়ে নভোঃ।
একা আসি দুনিয়াতে একা চলে যাবো।
      মাঝখানে যদি তাই
      এতটুকু দুখ পাই
      নাই কোন ক্ষতি নাই
                ভবঘুরে হবো-
যতটুকু ভালবাসি তত দুঃখ পাবো।


মাঝে মাঝে ধূমকেতু যদি ধমকায়,
হৃদয়ের মাঝে যদি কেউ এসে যায়।
       মনটাকে নিয়ে গিয়ে
       যায় যদি দুখ দিয়ে
       পরে রবো তার হয়ে
               স্মরে যে হৃদয়-
হৃদয়ের ডাকে যদি পুনঃ এসে যায়!


চাঁদ বাড়ে চাঁদ কমে কমে না তো রাজ।
সময়ের ব্যবধানে করে সে বিরাজ।
        কখনো বা ছোট হয়ে
        কখনো বা বড় হয়ে
        ধরাটাকে আলো দিয়ে
                হয়ে রয় তাজ-
জীবন তেমনি করে করবে বিরাজ।


একা মন ছিল যবে একা ঘরে হায়।
সময়টা কেটে যেত শুভ সূচনায়।
        বিচলিত হয়ে মন
        একা একা করে পণ
        খেলে যেত নিয়ে তন
               না নিয়ে সময়-
তবু যেন মন মোর সময় কাঁদায়।


এই আছি এই নাই এই বুঝি শেষ।
শেষ হয়ে যায় বুঝি ভুলে ভরা বেশ !
        পলকের মাঝে যেন
        হয়ে যায় সেই রণ
        যে রণে মরণ-মন
              নেই দ্বিধা লেশ-
একা আছি হয়ে একা চলে যাবো, বেশ....


(১১ নভেম্বর, ২০০৪#৫৬৩)