হে তরুণ
তোমরা শক্তি দাও বৃদ্ধদের
        মিত্র হও সহযোদ্ধার,
ভাঙ্গা সমাজকে আপন বাহুতে
        কর তোমরা পুনরুদ্ধার।
হে তরুণ
তোমরা শক্তি হও অন্ধদের
        সাক্ষী হও সত্য আশার,
অ-সভ্যতার দুর্নীতির বেড়া
        সরিয়ে দাও নিকষ আঁধার।


হে তরুণ
সামনে বাড়াও সাহায্যের হাত
        সকল শক্তি হার মানাও,
অন্ধ-অসাড় সব বাইরে ফেলে
        বিশ্বের মাঝে আলো জ্বালাও।
হে তরুণ
সুখ-শান্তির অদম্য লিপ্সা
        বিশ্বে তোমরা দ্রুত জ্বালো,
অন্তরাত্মার অমোঘ হাসি
        দূর করবেই মনের কালো।


হে তরুণ
তোমরা-আমরা (আমরা সকলেই)
        সবার জন্য হেসে লড়বো,
অদম্য আত্মার বাঁধন খুলে
        অতুলনীয় শান্তি গড়বো।


(১০ এপ্রিল, ২০০১#২২)