লক্ষ যুবা’ শক্ত হাতে;    স্মৃতি ঘেরা পূন্য মনে-
উষ্ণ ধরা রঙ্গ চিত্তে;       বঙ্গ-ঘেরা শক্তি রণে;
                ক্লান্তি নিশিদিন,
বলরে তরুন, বল-      উপড়ে অসম খল-
নিত্য নব ছন্দ মেলে-     চলরে একাই চল্-
              স্তব্ধ প্রতিদিন-
           সদ্য ধরা  রত্ন দেখে
              স্বস্তি ক্লান্তিহীন।


           সম তালে শঙ্খ সেঁজে;
           কি বা হবে ধরা মাঝে?
শান্ত ছেলে পঙ্খ মেলে    গাড়তে নিশান ত্বর’!
শুন্য বুলি নিঃস্ব গলি   বাড়ছে লোহূর চর!
                স্তব্ধ মর্ত’ স্বর,
            তপ্ত মনে ব্যাপ্ত রণে-
               নিঃস্ব চরাচর!


অবুঝ মনের বুলি,     একলা ঘরেই বলি,
একা একা মর্ত লয়ে,   চিন্তায় সুখের খুলি!
               কষ্ট নিশিদিন!
আয়রে কিশোর আয়,     জীবন স্বপন ধায়
শত্রু আছে স্বপ্ন তরে-     জীবন যেথায় যায়;
                 ভ্রান্তি বিমলিন,
            সদ্য খোয়া স্বপ্ন ভুলে
               ঘুঁচা জন্ম-ঋণ।


             (০৫ মার্চ, ২০১৫ # ৮৮৫)