দিনগুলো চলে যায়..
হৃদয়ে জমে থাকা সতেজতা নিয়ে যায়!
নিয়ে যায় দুখে ভরা স্বপ্ন -  সু-আশায়।
এক দিন..
তবুও এক দিন মনের মাধুরী মিশিয়ে হাসি
                                      খেলে যায়
                                  মনের কোনায়
                                 হেমের ছোঁয়ায়-
যে দিনে ও মনে গোপনে শয়নে স্বপনে প্রেমের খেলায়,
হাসি গুলো মিশে রয়, ভিজে থাকা বরষায়- ঠোটের ভাষায়।


এমনো জোছনা মাখা সন্ধ্যায়,
         হৃদয় তোমার অপেক্ষায়-
বসে আছে ভাবনার শেষ সীমানায়।
                একটু ছোঁয়ার আশায়-
যে ছোঁয়ায় মন হায় মজে যায় লজ্জায়- জোছনায়,
প্রেম যেন উঠে পড়ে লেগে যায় খুশির ভাষায়।
                                     পাবার আশায়
                                      অধর ছোঁয়ায়
হৃদয়ে ঢেউ ওঠে, নেচে গেয়ে খেলে যায়- মুগ্ধতায়
                  মাতাল হাওয়ায়-
পৌছে যায়, সে সীমায়, যে সীমায় মাতাল হৃদয়
                 ভরা জোছনায়
বসে মন উচাটন অকারণ পিয়ে লয়- প্রেমের সুধা’য়,
চোখে চোখ হাতে হাত কুপোকাত হয়ে যায়- ঠোঁটের ছোঁয়ায়।


কী মধুর বাঁশি বাজে অবেলায়!
কী আশায় কী ভাষায় এ হৃদয় গেঁথে রয়- উষ্ণতায়!
                                                  মূর্ছনায়..
মন মোর পড়ে রয় সে আশায়, যে আশায় ঘর বাঁধে অজানায়,
তুমি ছাড়া বেঁচে থাকা এ ধরায়! যেন হায় খুব বেশি অসহায়!
                                                বেদনায়..
ভালবেসে কাছে এসে ডুবে যাও মাতাল হাওয়ায়!
                                       এমনো আশায়,
ভেবে নিও- তোমারি পথ চেয়ে বসে আছে অসহায়- এ হৃদয়,
যেন, ভালবাসা ভালবেসে ভালবাসে সুখে ভেসে- এমনো জোছনায়।


(২১ মে, ২০০১#২৬)