ভুলি ভুলি করি তবু ভোলা হয় না।
ভুলে ভুলে ভোলা মন ভুলে যায় না।
খোঁজা খুঁজি করি তবু শেষ হয় না।
খুঁজে খুঁজে হয়রান খুঁজে পাই না।
                    এতটা বছর ধরে
                    পারিনি ভুলতে,   ওরে!
ঐ চাঁদমুখ আর ঐ লাজুক মুখের হাসি
ঐ আকাশে ভেসে ভেসে তোমার কাছেই আসি-
                                   প্রেম-প্রান্তরে
যতটা দূরেই থাকো- আছো, আমার অন্তরে।


কাঁদি কাঁদি করি তবু কাঁদা হয় না।
কেঁদে কেঁদে ভোলা মন সুখ পায় না।
হাসা হাসি করি শুধু দুখ কমে না।
তুমি ছাড়া একা একা আর জমে না।
                      কতটা সময় ধরে
                      মরবে হৃদয় স্মরে
ঐ প্রেম-সুখ আর ঐ দিশাহারা কলতান
কবে বল হবে শেষ অপেক্ষার অবসান-
                                 স্বপ্ন বন্দরে
যতটা দূরেই থাকো- রবে হৃদয় কন্দরে।


(১৯ মে, ২০১৫#৯০৭)