কালবৈশাখীর মত্ত ঝাপটা
  ভেঙ্গে করে একাকার,
সামনে এগুবো সাহস নিয়ে
  বাজুক ধ্বনি বারংবার।


বন্যা ভাসায় অথই জলে
  বাড়িয়ে দেয় দীর্ঘশ্বাস,
নদী সাগর উঠে ফুলে
  নেমে আসে জলোচ্ছ্বাস।


বন্যার কথা উঠলে মনে
  চোখে ভাসে- লয়, ত্রাস
ক্ষণিক তরে ভেঙ্গেচুরে
  করে ফেলে সব গ্রাস।


নদী ভাঙ্গে তীর ভাঙ্গে
  ভরে নদীর চরগুলো,
তারই সাথে ভেঙ্গে চলে
  নিরীহ মানুষের ঘরগুলো!


মাটির সাথে পিষে ফেলে
  ক্ষুধা কাতর সব আঁখি,
গৌরবটাকে অক্ষুন্ন রাখে
  অশান্ত কালবৈশাখী।


(০২ মার্চ, ২০০১# ৮)