যা আসে ভাবনায় সব চলে যায়!
যা ছিল চারিধারে দুর হয়ে যায়।
নতুনের সুরে মন যায় ভেসে যায়,
অসহায় পিছুটানে জীবন কাঁদায়!
যারা ছিল মোর পাশে নাই তারা নাই,
সাথী হয়ে ছিল সুখে; দুঃখে দেখি নাই!
পথ হারা হয়ে আজ পথ মাঝে ঘুরি,
“সুখ আজ দুঃখ হয়ে- মন দিল পুড়ি”!
ছিল যে সঙ্গী সাথী মেরেছে বেদম
এখন সঙ্গী দেখি; জড় এ “কলম”
হায়!
নিথর না হলে,
কলম ও চলে যেত! একা মোরে ফেলে।


এখন সময় কাটে  কলমের সাথে
কথা বলি একা একা দিনে কি বা রাতে!
মরণের আগে জানি যাবে না কলম,
দুঃখ সুখে সাথী হয়ে দিয়ে যাবে দম্।
ভুল করে ভুল ভেবে যাবে না’ক দূরে
সোজা পথে তুলে দিবে এ মানুষটি রে।


(১১ নভেম্বর, ২০০৪#৫৬১)