দিনের শেষে, বীরের বেশে
     যবেতে ঘরে ঢুকি;
ঘরখানাতে দিনে ও রাতে
     বিষন্নতার উকি!
মায়ের ছোঁয়া, বোনের মায়া
     মাথায় আছে বেশ!
চোখে আমার, একলা থাকার
     তবুও থাকে রেশ!!
মাগো, তুমি; চরন চুমি
     দেখবো কবে ফের?
যাবো যাবো, কবে যাবো?
     হবো মায়ের শের!
ভয় পেওনা, শুধুই কেঁদনা
     এইতো আমি আছি,
চোখটা বুজে, দেখ খুঁজে
    তোমার কাছাকাছি...