আয়রে তরুণ, অবুঝ মোরা
     করবো হাসাহাসি,
ভাসছে মধুর মেঘের ভেলা
    বৃষ্টি নামবে খসি।
এমন মধুর বাদলা দিনে
    উড়বো হেলে দুলে,
দেখবে সবাই দুচোখ মেলে
    চলবো ফুলে ফুলে।
রঙিন ছোঁয়ায় রঙের হাসি
    রঙের দুনিয়ায়,
অনেক সুখের দিনটি হবে
    আয়রে পথে আয়।
চোখের তারায় দেখ চেয়ে ঐ
    স্বর্গ হাসছে দূরে,
ডাকছে মোদের নীরব স্বরে
    নিয়ে আসতে ধরে।


নাইরে সময় মোদের আর
    চলরে মোরা চল,
আমরা তরুণ থাকলে বসে
    কেমন হবে বল!


(০৩ জুন, ২০০২#৫৩)