কোথায় আছে আজ সুখের পরী!
নাটাই হাতে নিয়ে, উড়ায় ঘুড়ি।
            সাজায় স্বপন সে, হৃদয় ভরি-
                       দেখেনা ফিরে,
আমাকে আমি দেখি-বারেক ফিরে।


কোথায় সে পূর্ণিমা কোন কাননে,
সাজায় সে বাসনা কোন মননে?
         দোলায় সে চেতনা কোন পরাণে-
                  পাব কি তারে!
এখনো খুঁজি যেন খুব আদরে!


হৃদয়ে প্রেম হাসে পায়না কভু!
নিয়তি নিজে কাঁদে ছাড়েনা তবু।
        কাঁদবো আর কত, বলে না প্রভু-
                        মনটা মরে,
কখনো তারে পেলে; হৃদয় ভরে!


এ মনে চাঁদ ওঠে ছড়ায় আলো,
মনটা বলে ওঠে; বাসি যে ভালো!
        হৃদয়ে প্রেম এসে মিটায় কালো-
                   ভাবলে তারে,
বসতি নিবে কি সে হৃদয় ঘরে?


(জানুয়ারী, ২০১৫#৮৭৬)