যৌবনের অপরূপ গান আজ মুখোমুখি
সময়ের স্রোতে;  জোছনা মাখা বসন্তে!
       উদাসীর কল্পনার রং এ-
          “নিঝুম বসন্ত”!


         দেখে যায় মন-
               প্রকৃতির অপরূপ রূপ!


          যেন মনে হয়
      এ যে আমার জীবনের
        শ্রেষ্ঠ জোছনা রাত!
         অপরূপ জোছনা!
          তবুও, একাকী!
            মনের ঘরে-
            দুঃখ আঁকি!
             তাইতো,
       প্রকৃতি নীরব পলে
       জানায়নি সম্ভাষণ!


        একাকীত্বের এ দুঃখ
    কবে যে দূর হবে- জানিনা,
    প্রকৃতির এত রূপ দেখি
        তবু যে মন ভরে না।


      হয়তো আসবে এভাবে
       হৃদয়ে নিঝুম রাত্রি,
        থাকবেনা তখনো
         মনের মানুষ-
    যে দিবে হৃদয়ে বাতি!


“স্নিগ্ধ শিহরণে জেগে ওঠে
    আচানক আমার এ মন,
থাকতো যদি মনের মানুষ
    জানাতো মধুর সম্ভাষণ”।


(০২ এপ্রিল, ২০০১#২০)