তুমি গহীন অরণ্য; যবে আমি চোখ মুদি!
          সর্বস্বত্ব প্রেম; এই হৃদয়ের-
যখন তোমাকেই খুঁজি! ‘অভিন্ন আত্মা’, অহর্নিশ-
             যখন কোলাহল থামে!
আমি নেচে উঠি স্বপনে, বাস্তবে যে কুয়াশা নামে!
   কপোলে বারির ছটা; বিষাদের নীল খামে।


   তুমি হৃদয় আমার; যবে থেকে ভালবাসি।
          অন্তরাত্মা আর স্বপ্ন নিশিথের-
যখন হৃদয়েই থাকি; ‘স্বপ্নের সুখ’, মত্ত আশা-
              যখন আকুলতা থামে!
আমি ছুঁয়ে থাকি তোমাকে; সীমান্তে যে মুগ্ধতা নামে!
    হৃদয়ে প্রেমের ছোঁয়া; বাসনার নীল খামে।


    তুমি পৃথিবী আমার; যবে থেকে পেয়ে গেছি।
           নিষ্কলঙ্ক মন; স্নিগ্ধ পৃথিবীর-
যখন তোমাকেই দেখি; ‘স্বর্গের সিড়ি’, এ দুচোখে
              যখন হৃদয়টা থামে!
আমি নেচে উঠি পরশে! স্বপনে যে দিয়েছি চুমে!
     অধরে প্রেমের স্পর্শ; দুচোখের নীল খামে!



(০৮ জুলাই, ২০০২# ৫৮)