রিপুর তাড়নে ধরা হয়েছে
     আজ অসম্মানের,
জ্বলে ওঠো হে, সাহসী বীরেরা-
    মিছিল বিক্ষোভের।


কম্পিত কেন এই পৃথিবী?
কম্পিত কেন এ মাঠ, ঘাট?
       পথ, প্রান্তর?
কম্পিত কেন বিশাল জনতা?
হারিয়েছে কি বিনয়, সততা?
না, দাসী তারা নিঃস্ব শক্তির!
জবাব কোথায়? মহা মুক্তির!
            ওহে, সাহসী নেতারা-
ধিক্কার আজ, মনের দাসী যারা।


দাসী হবে যে ঐ হৃদয়ের
       “ঘৃণিত পৃথ্বীর”!
হবেই তারা অন্যায়ের অনুগামী-
         মূক ও বধির।
নিস্তব্ধ কেন প্রতিটা ছবি
     নীরব কেন সবার মুখ,
নিথর কেন এই পৃথিবী
     নিশ্চল কেন সবার সুখ?


সত্যের পথে থাকলে সকলি
   স্পষ্ট থাকতো মুখের বুলি।
       মূল্য দিতো ঠিক সে সময়ের,
     যে সময়ে আজ কাঁদতে হয়
          জরাজীর্ণ হয়ে এ হৃদয়ের!


(০৫ জুন, ২০০২#৫৪)