.             হায়! এ কেমন হলো!
                 কেন বা হলো!
           অসহায়ত্বের বেড়াজালে
                 আটকে গেল-
                  লক্ষ প্রাণ!
           “দুঃখ যদি দিবেই তবে,
          পাঠালে কেন আমায় ভবে”!


            হায়! এ কেমন আশা!
               কোন সে নেশা!
       বন্দি দশা তুলছে করে মৃত্যু প্রায়!
       স্বপ্ন আশা ভুলছে দেখ অভিপ্রায়!
             অন্ধকারের বদ্ধজালে
                 মুছড়ে পড়ে
                   যন্ত্রনায়,
            “কষ্ট যদি আসেই তবে,
          দুখীরা বল কোথায় রবে”!


               হায়! এ কেমন ধরা!
                   কিসের বেড়া!
             অত্যাচারের খড়গ তলে
                    ধ্বসে গেল
                     অধিকার!
             “রাখবে যদি পথেই তবে,
হে খোদা, পাঠালে কেন আমায় ভবে”!


(০৫ মার্চ, ২০০১#১২)