আলোর শেষে আঁধার এসে
     বাড়ায় শিহরণ,
সুখের তরে দুঃখ করে
     সময় আহরণ!
হৃদয় ভরে জীবন তরে
     দুখের ঐকতান!
সুখের আশে সর্বনাশে
     জীবন উচাটন।
জীবন পাড়ে ঝিলিক মারে
     দখিন সমীরণ,
আশার বাণী শুনতে রানী
     নিথর আমরণ।
সুখের হাসি আলোক রাশি
     নয়ন অভিরাম,
দেখতে পথে আপন রথে
     চলছে অবিরাম।
জীবন গাড়ি ঝরায় বারি
     অবুঝ, অচেতন!
হাসির মাঝে ব্যথার লাজে
     শুধুই অকারণ।


(০৯ মার্চ, ২০০১#১৬)