বাঙলা আমার হৃদয় ঘাঁটি
হৃদয় আমার নিকষ-খাঁটি।
          অমর আশায় বিছিয়ে পাটি
                      নিজেই নিভাই দুখ,
কোন সে আশায় স্বপ্নে বাঁধি বুক!
         আমার দেশের সোনার ছেলের-
                 আপন হাতেই ধুঁকছে সুখ!


দেখ না একটু ঘুরিয়ে আঁখি,
সবুজ দেশের অমর পাখি।
         ঘুমিয়ে কোথায়; দেখবি নাকি?
                       করেছে জীবন দান!
কেন দেখেছিলো; অক্ষয় স্বপন?
         এ দেশের তরে দিয়ে গেছে প্রাণ-
                  রাখতেই হবে তাদের মান।


থামরে এবার মনটা ঘুরা
চলিস না আর লাগাম ছাড়া।
          মিটিয়ে বিবাদ বাঁধন হারা
                        ছড়াই আপন প্রীতি,
এ সুখের পথে- কেন দেই যতি!
          বুকে রাখ হাত; শপথের সাথ-
                  ‘রাখবো অটুট অক্ষয় কৃতি’।


(২৭ এপ্রিল, ২০০২#৪০)