অলস হয়েই জন্ম নেইনি।
জন্ম নিয়েও অলস হইনি।
       আলোক ঝড়ের ছোঁয়া পাইনি
              তাইতো অলস মোরা,
মোদের চেয়ে বড় অলস কারা?
      দেখে যারা না দেখার ভান ধরে-
              আজব ধরায় অলস তারা।


অলস তাদের ঘৃণ্য চেতন।
ঘৃণ্য মনের বিবাদ-কেতন।
       অলস জীবন নিঃস্ব তোড়ণ-
               বেঁচেও মরণ হবে,
কুপমণ্ডূক হয়ে কদিন রবে?
       চোখের জলে ডুবলে চিন্তা-নদী
               একলা একাই মরবে তবে।


আপন খোলস শূণ্য স্বপন।
জীবন ভরে ঠিক অচেতন।
       এমন করেই ঘৃণ্য মনন-
                  থাকলে অলস ভুমে,
একদিন ঠিক টেনে নিবে যমে!
       সেদিন, পাবিনা তো কূল কিনারা
                 সুখের জীবন যাবেই থেমে!


(২১ জুন, ২০০২#৫৫)