অমর হবার আশায় নয়
পরের ভাষার নেশায় নয়।
        নয় কোন ভাই রক্ত নেশায়!
                   নেমেছিল পথে ওরা-
        মায়ের মুখের হাসির আশায়।
           সেই হাসি আজ খুঁজবো কোথায়-
           কোন সুরে আজ তৃষ্ণা মিটাই!


অকুল পাথার নাইবা ভেবে
বিজন বনের কোথায় রবে!
        জয় হবে ভাই, হবেই হবে।
                   এমন ভেবেই ওরা-
        বাহুর তাড়নে নেমেছিলো ভবে।
             যারা হেটেছিলো দেশের ভাষায়-
             সেই যুবা আজ কোথায় পাবে!


তাদের জীবন দেশের তরে
তাদের স্বপন অমর স্মরে।
        আপন বুকেই বাখবো ধরে
                   রাখবো মাথায় তুলে-
         দিয়েছিলো প্রাণ কুরবান করে!
             ভাবেনি কখনো তাদের কি হবে-
             সেই পণ আজ কোন কবরে!


(০২ মে, ২০০২#৪৩)