বাংলা ভাষা অমর;
রক্তে রঙ্গিন..
অবাক করে দিয়েছিল এ বিশ্ববাসীকে।
রক্তের বিনিময়ে অর্জিত মায়ের ভাষা
তাই খুব শ্রদ্ধার, হৃদয়ের বুকে।


বুঝেনি তখন কেউ–
এমন দুঃস্বপ্ন
হানা দেবে অনায়সে বাংলার বুকে!
চেয়েছিল নিবে কেড়ে অযাচিত সুখে।
অশুভ পণ করে করেছিল হানা
পারেনি অবশেষে তা, ক্ষুদ্র মনা।
উদ্দিপ্ত ছিল দামাল ছেলেরা।
মিটেনি তাদের আশা!
কেড়ে রেখেছে মুখের ভাষা।
বাঙ্গালি ছিল সাহসী প্রত্যেক পরতে
তাই পেরেছে জনতা ভাষা কেড়ে নিতে।


এমন দুর্জয় দিনে বাংলার বুকে
ছিল না সহোদর?
বলতেই হবে-
ছিল ছিল সব ছিল…হয়তো তখন
যারা আশার আলো নিয়ে করেছিল রণ
সত্যের সীমান্ত ভূমে; শুধু রাত দিন।
তবু হয়নি যে ক্ষ্যান্ত,
হয়নি ক্লান্ত
ফুটেছে সোনার দেশে বিজয়ের ফুল,
ভাষা ছড়িয়েছে সোনার বকুল।


শ্রদ্ধা আজ সে সাহসী তরুনদের-
জীবনের স্রোতধারায়,
এক বার নয় শতবার,
দেখোনা, এমন সত্য ভাষার কাহীনি
খুঁজে পাওয়া হবে ভার..
পৃথিবীর বুকে।
কারুর নাই সাধ্য আর।


(ফেব্রুয়ারী ২০০৪ # ২৮২)