আমরা শিশু আমরা কিশোর
     আমরা জাতির ভবিষ্যৎ,
আমরা পথে চলবো সাথে
     না করে বিশ্বাস ভূত-প্রেত।
অবুঝ দু হাত অমর সোহাগ
     আপন রূপে মহীয়ান,
স্বার্থলোভী হাজার অবুঝ
     খুঁজুক ভূমে বর্ষীয়ান।
সম্মুখ পানে না এগিয়ে
     করবে যারা মৃত্যুশোক!
অন্ধকারের বন্ধ ঘরে
     মরবে সে সব মন্দলোক।
অভয় সুরে চলবো উড়ে
     ভেঙ্গে দিয়ে সকল বাধ,
অমর বাণী থাকবে সাথে
     রাখবো সচল কাঁধে কাঁধ।
আসুক যত বাধা শত
     আঁধার সুরে ভঙ্গিমার,
“জোর কদমে শপথ নেব
    ধরার তরে অঙ্গীকার”।


(০২ এপ্রিল, ২০০১#১৮)