ভাল হোক বদ হোক মোর আঁখি দুটি,
কাক ডাকা ভোরে আজ ঘুম গেছে টুটি।
উঠে দেখি চাঁদ মামা আলো দেয় তবু,
এই বুঝি সূর এসে করে দেবে নিভু।
হাত মুখ ধুয়ে এসে বসে গেছি একা,
বেলা বয়ে গেলে ফের পাব না’ক দেখা।
দিন গুলো পার হয় শুধু মোর কাজে,
জমে থাকা ব্যথা বাড়ে, বুক ভরে লাজে!


দূর থেকে সুখ এসে বলে গেছে মোরে,
ধরা থেকে ওরা সবে চলে গেছে দূরে!
একা আমি বসে আছি বুকে চেপে ব্যথা,
জমে যায় বুকে ফের জমে থাকা কথা!
হাত দুটো থেমে রয় মন যায় দমে,
কবে যেন ঘাড় ধরে নিয়ে যায় যমে!



(৩ মে, ২০১৫#৯০০)