স্বপ্ন দিয়ে যায়না বাঁধা জীবন পথের সব ব্যথাকে
অর্থ দিয়ে যায়না কেনা স্বপ্ন সাধের কল্প-ঘুড়ি।
মন্ত্র যোগে যায়না কভু সাজানো সব তার আলোকে
যন্ত্র মুখে হয়না জানি চাপানো ভার স্বেচ্ছাচারী।
দৈন্য কভু সয়না জানি জীবন ভরে আহাজারি
তন্দ্রা এসে ভরিয়ে তোলে সাধের আশা দুর্বিপাকে।
দুঃখ গুলো হয়না তবু একান্ত আর ভুল পুজারী
জীবন শেষে রয় যে পরে নেশার ঘোরে মৃত্যুশোকে।


হয়তো সবে শুদ্ধ মোরা নয়তো সবে ঠিক আনাড়ী
নইলে পরে ভুজঙ্গরা কেমন করে ফণা তোলে !
জীবন পথে চলতে গেলে পাবো খুঁজে ঠিক দিশারি
খোঁজার মতো খুঁজতে হবে বুকের কোনের ব্যথা ভুলে।
ব্যর্থতাকে ভয় পেলেই বুঝবো শেষে ধিন তা না না
স্বার্থ-বিষে সব হারাবো পাবোনা রে দিক্ সীমানা।


(১৬ জুন, ২০১৫#৯১৬)