.           দিন চলে যায়, দিনের শেষে
        হয়তো ধরা তখন রাত ভালবাসে।
   রাতের আঁধার টুটে, যখনি আলোক ফোটে
                         মনটা বলে ওঠে-
        “কি সে প্রেম- রূপ বদলানো, হায়!
            প্রতিনিয়ত কোন সে আশায়
                  রুপ বদলায়”!
                      হৃদয়….
                       আর,
চেনা অচেনার মাঝে চলে যায় অচেনা সময়,
জানা অজানার মাঝে থেকে যায় অজানা হৃদয়।
                  তবুও ভাবছি,
  আর,  দূর গগনের আধফালি চাঁদ নিয়ে হাটছি…
                অচেনা আলোয়…..
                 শুধু কল্পনায়…..
রাত কেটে দিন আসে- বিরহ ভালবাসে-শুধু অজানায়।


              ঐ রক্তিম সুর্য বুঝি
           সারাক্ষন করে খোঁজাখুঁজি
                 নিথর প্রাণ!
            চোখ দিয়ে ঝরিয়ে নদী
            খোঁজে মন স্বপ্নকে যদি-
                 হৃদয় গান।
               বলনা…. তবে,
ধরার মত কি একই বৃত্তে সারাটা জীবন রবে?


           কেন আজ করি লুকোচুরি!
           কেন আজ একা পথে ঘুরি!
      কখনো বা নেই কেন মিথ্যার আশ্রয়!
      কেন বুঝিনা এ তো ক্ষণিকের সাশ্রয়!
       “ক্ষণিককে ধরে, জীবন কে মেরে
           মৃত্যুকে ভুলে, সুখের দু’ধারে-
        ভাবি কেন জীবনকে অবিনশ্বর!
   কেন করি বসে বসে সৃষ্টি- লুকোচুরি ঘর!


                বলনা কেন তবে,
কখনো সত্যে, কখনো মিথ্যায়- বাঁচি এ ভবে!


                এমন কি ভাবো ?
পৃথিবীতে মোরা এমনি করে সারাটা জীবন থাকবো!
মনটাকে পুড়ে বিনিদ্র রজনী একা একা বসে কাঁদবো!


          এতো অভিনয়! এতো ছলনা-
   শত শত অভিশাপ আর নিওনা… নিওনা….
বুঝিয়ে তুলনা অন্যের কাছে, তুমি সেরা অভিনেত্রী!
তুমি যে কেবল ধরার মাঝে, আগন্তুক, এক যাত্রী।


              লও লও লও কামী,
        ঐ স্বর্গ-সুখ- যা দেয় অন্তর্যামী।
পৃথিবীর মাঝে জ্ঞানীগুনী ভেবে কোরনা নিজেকে জাহির,
                       আর
ঐ মিশ্র ভঙ্গিতে অভিনেতা ভেবে কোরনা নিজেকে বাহির।


(অক্টোবর, ২০০৫#৭২৮)