“সত্য” মোদের সুখের সানাই
    “আশা” মোদের অর্জন,
সত্যে জীবন গড়বো সবাই
     লোভ করবো কর্তন।
“মিথ্যা” দেহের অকূল পাথার-
     দিবে বোধের গর্জন!
মিথ্যে চাওয়া  (অথই আঁধার)
     সবে করবো বর্জন।


“অশ্রু” মোদের ব্যথার পাহাড়-
      ব্যথা করবে বর্ণন,
“কষ্ট” দেহের সুখের আহার
      দিবে সুখের বর্ষণ।
অগ্নি-জীবন গড়ার আশায়
      পণ করবো বর্তন,
লুপ্ত সুখের খোঁজের নেশায়
      হবে জীবন বর্ধন।


(২৩ মার্চ, ২০০১#১৭)