জীবন পথের অনেক বাকি।
ধুকছে যেথায় সুরা ও সাকি।
         হাসছি বৃথাই; কাঁদবো নাকি?
                   কেঁদেই জীবন পার!
সয়ে যেতে হবে দুঃখ কত আর?
         রঙের নেশায় মাতছে জীবন
             জানি, পাবো দুঃখ; তা পরিস্কার!


কাঁদছি নীরবে, হাসছি মনে।
হাসির নেশায় নামছি বনে।
          জীবন কাটাই নেশার রণে-
                      নেশার ঘোরেই হাঁটি,
আজ, বুড়ো বিবেক; খুঁজছি লাঠি!
          দূর পথে আজ জীবন মনন-
                    দুঃখের আমেজ, দুঃখের ঘাঁটি!


বদলে আদল, রং বদলাই
হারিয়ে বিবেক, কিছু কি পাই!
          রূপ বদলাই, শুধু বৃথাই-
                   আমার আমিই থাকি,
নিজে নিজেই, নিজেকে দেই ফাঁকি!
          বহুরূপে খুঁজি বহু টাকাকড়ি
                   মানুষ হবার মন্ত্র কি আঁকি?


(০৩ জুলাই, ২০০২#৫৬)