অঝোর ধারায় বরষা নেমে
আপন সীমায় যায়রে থেমে।
         পায় যত সব যায়রে চুমে
                      যায়রে সবই চুকে,
কথা নেই কেন পরিচিত মুখে?
        চলনা হাসাই এক নিমিষেই
              হৃদয় ভরাই অমোঘ সুখে।


দেখ তুমি শুধু পলক টুটে!
গোলাপের মত পরার্থে ফুটে
          সবারে এগিয়ে আপনা লুটে-
                      আপনি তাকায় দূরে,
নিয়ে আসে টেনে অধমেরে ওরে!
       এত কাল ধরে কে বা খোঁজো তারে?
              কেন যে বুঝনা বনেদি কে রে!


বনেদি ভেবেই রয় বনেদি!
বনেদি হলেই নয় বনেদি।
         উঠলে চেতনা আপন-ভেদি
                     সবার তরেই তবে,
ভেবে নিও তুমি হৃদয়েই রবে।
         ভেঙ্গে দিলে শত অসহায় বাধা
                  আপন কাজেই বনেদি হবে।


(২৩ ডিসেম্বর, ২০০১#৩৪)