আনছি মোরা স্বাধীনতা
     লড়াই করে কতটা মাস!
মানুষ খেকো রাক্ষসীরা
     বড়াই করে কেন বেড়াস?
ভবের মাঠে দাঙ্গা করে
     কেনো করিস এতো হুতাশ?
মায়ের বুকটা খালি করে
     বুক ফুলিয়ে কোথা লুকাস?
রত্নে ভরা জন্মভূমি
     কাঁদছে পিছে যতটা মাস,
বলনা তোরা তোদের তরে
     কাঁদবে মিছে কতটা মাস?
মারলি গুলি ঝরলো প্রাণ,
     রইলো পড়ে, দেহটা তার!
চোখের ’পরে চোখ রাঙিয়ে
     মুখ উঁচিয়ে কতটা আর!
হাতখানা তোর ভাঙলে পরে
     বুঝবি ভবে হাতের দাম,
রাতভরে হাস সুখের হাসি
     কাঁদবি ভেবে পরিণাম।


(০৫ জুন, ২০০১#২৭)