এ পথ চিনেনা কেউ নেই তো ঠিকানা!
আনমনে পথ চলা যাযাবর বেশে।
সবাই চলছে পথে সবার অজানা,
যেতে হবে একে একে অচিনের দেশে!
ক্ষণিকের সুখ নিয়ে অসুখী বাসনা?
হয়তো কাঁদবে তবে এ পথের শেষে!
থামলে চলার গাড়ি চালাবে বা কিসে?
নেইতো ক্ষমতা, তাই, না ভেবে কেঁদনা।


ক’দিনের তরে ভাসা মোরা পথচারী,
মায়াময় মোহে দেখি ‘মোহিত কিরণ’!
সুখ আছে সুখ নাই অসুখ বাহারী,
অ-সুখের যাতনায় অশুভ তাড়ন।
নিজে মরি, নিজে মারি নিজে নিজে হারি,
নিজ দোষে অপরাধী নিজে অচেতন।


(নভেম্বর, ২০০৩#১৯৬)