.                         আজ,
        চোখের ঝর্ণা হয়না শান্ত মানেনা বাধ!
   হৃদয়ের ভাষা হয়েছে বধির হয়ে গেছি উম্মাদ।
      মিথ্যে মায়ায় সাজানো ধরা লুপ্ত কৌশলে,
লুটিয়ে দিয়েছে আপনার লিপ্সা জিঘাংসা গহীন তলে।
                  মিটায় প্রাণের তৃষা,
ওরে, কোন সে মায়ের বুক খালি করে মিটালি আপন আশা!
                 হারালি আপন ভাষা,
        মরলি ধরে মারলি ওরে সুখের নেশা।
                         আজ!


ওরে,   নাইরে আজ তোদের মাঝে ভ্রাতৃবন্ধন!
         আপন সুখে নতুন দমে করছো পণ।
দিশাহারা হলি মাতোয়ারা হলি খুন পিপাসায় হেসে,
  বুঝলি না আজ লোহুর তাড়ন উঠবেই উল্লাসে।
মুছবে নিশানা, ধিন তা না না না , শকুনির নিঃশ্বাষ,
   হারিয়ে যাবে চোখের কোনে মিথ্যে মায়ার নাশ
              তখন করবি কি উল্লাস?
  মুছে যাবে খরা, উঠে যাবে ত্বরা, হৃদয়ের বিশ্বাস।


              সেদিন, নয়তো বেশি দূরে
আমরা তরুন, আলোর নিশান, নিশানা টানাব ধরে
    তোদের পায়ে শিকল বেড়ি লাগাব হুংকারে।
     রক্তে তোদের পচন ধরে ছিড়বে শত কিট,
আমার ভায়ের রক্তেরই দাম উঠবে সেদিন ঠিক!
পাবিনা সময় কাঁদার সেদিন, জল শুকিয়েই যাবে
    তোদের আশা থেমে গিয়েই মুছড়ে পরে রবে।
    হাজার আলো জ্বলে উঠবে  মহা আনন্দে, ওরে!
আপন চোখেই দেখবি সেদিন পতন তোদের ঘিরে
            সেদিন, নয়তো বেশি দূরে..


                         ওরে,
       থামরে তবে লাগাম টেনে মাররে তালা,
অভাগার হাসি লুটাস না আর বাড়াস নে বন্দিশালা।
      ওদের হাসি ওদের কাছে সত্য প্রেমেই টানে,
বেছেই নিয়েছে পথপানে চলা বাঁচার আশাটা প্রাণে
                 নীরবে মিটায় আশা,
ওরে, কোন সে প্রাণের আকুতি আবার দুঃখের সাগরে ভাসা!
                 হারিয়ে সুখের গান,
        কাঁদবো কত! কাঁদছে শত! দুখেই প্রাণ।
                         আজ!


(০৭ এপ্রিল, ২০০২#৩৮)