.             আজ নয়রে কোন কবিতা...
মনের মাঝে  লুকিয়ে দিলাম  কবির ভাবা  সে ছবিটা.....
             গাইবো না আর কোন গান,
রুপ সাগরে  ডুবিয়ে দিলাম  মনের যত  অভিমান...
             লিখবো না আর কোন ছন্দ,
প্রেমের বাণে  ভাসিয়ে দিলাম  মনের যত  দ্বিধা দ্বন্ধ।
             আঁকবো না আর কোন ছবি,
একলা ঘরে  তুলির ছোঁয়ায়  একলা একা  পোড়ে কবি!
            সাঁজবো না আর সুখ-পাখি,
সুখ সাগরে  জোঁয়ার ভাটায়  গুমরে কাঁদে  প্রেম-আঁখি।
             ভরবো না আর দুঃখে প্রাণ,
দুঃখের গানে  হৃদয় বাজায়-  সুখ মাখানো  ঐকতান।
             ঝড়বে না আর অক্ষি-জল,
ভাববো আমি  হৃদয় তোমার  পাষান পুরী-  অবিকল।
            সইবো না আর দুখঃ-ব্যথা,
নিরব প্রেমে  সুখের আকাশ  একলা একা  ক’বে কথা!
            করবো না আর খুনসুটি,
তোমার প্রেমে  একলা হৃদয়  প্রেম-প্রণয়ে  লুটোপুটি।
           দেখবো না আর রুদ্ধ দ্বার,
জীবন তরে   প্রেমের কবাট  করবো আমি  বহিষ্কার!


(১৪ মার্চ, ২০১৫# ৮৮৯)