অতীত আমার ধূসর ভুবন
   সকল কাজে প্রেরণা,
হয় যদি হোক ব্যথার আছান
   আমায় ভুলে যেওনা।
সাহস জোগার করবে আমার
   উৎস হাজার বেদনা,
ব্যথার বোঝায় নুইলে হৃদয়
   বলবে মোরে ‘কেদনা’!
আমার ভুলের মাশুল আমায়
   ভুলতে কভু দিওনা,
মনের আশায় জীবন ভেলায়
   ভুলের পথে নিওনা!


অতীত আমার শেখার আসর
   ব্যথায় ভরা যাতনা,
চোখের ভাষায় অতুল হিয়ায়
   পথের শেষে কামনা।
জীবন পথের আলোর আভাস
   স্বপ্ন সুখের ভাবনা,
‘গড়তে জীবন আলোর ছোঁয়ায়
    অতীত ভুলে যাবনা’।


(০৬ জুন, ২০০১#২৮)