আমার আমি কে খুঁজি; হারিয়ে জীবন তরী।
          নিরুত্তাপ আশা; নেশাগ্রস্ত ভূমে!
যেখানে কল্পনাই ঘুড়ি; ‘জীবন্ত লাশ’ প্রতিচ্ছবি-
                        যেখানে পৃথিবীটা চুপ!
আমি থেমে গেছি নীরবে! বিরহে যে কেঁদেছি খুব!
     পরাণে সয়না ব্যথা; জীবনের তপ্ত রূপ!


   আমার ব্যথারে বুঝি; যবে থেকে ছোট আমি।
          নিরুৎসাহ মন; নিদারুণ দুঃখে!
যেখানে সবকিছু দামি; ‘বীভৎস ধরা’ অনুভবি-
                            যেখানে হৃদয়টা চুপ!
আমি এঁটে গেছি পাথরে! জীবনে কি কেঁদেছি খুব?
    এতটা যায়না কাঁদা; খুঁজে পেয়ে নিঃস্ব রূপ!


   আমার জীবনে বুঝি, পাবনা সুখের দেখা!
          সুললিত গান; সুরহারা মনে।
যেখানে অমাবস্যা আঁকা; ‘বিস্তর বাঁধা’ ব্যর্থতরী-
                           যেখানে স্বপনেরা চুপ!
আমি সয়ে গেছি জীবনে; নীরবে যে কেঁদেছি খুব!
    জানিনা বাঁচবো কত! ভুলে গিয়ে নিত্য রূপ!


(০৮ জুলাই, ২০০২# ৫৯)