অবুঝ কিশোর; অঝোর আশা
সোনার স্বপন সুখের ভাষা।
      আশার আলোয় জীবন ভাসা
                     জীবন হেসেই খুন!
করেনি যেসব সুবোধ প্রবীণ-
      করবো সেসব আলোর আশায়
             আমরা ধরায় অভী তরুণ।


গড়বো সমাজ আপন ঠাটে
রাখবো না আর দুখ ললাটে।
       ভিড়বে চাওয়া জীবন ঘাটে
                    সুখের পাব-ই দেখা,
শুধু থাক দূরে থাক কষ্ট রেখা!
      সবার সুখেই হাসবে জীবন
           হোকনা দুঃখের জীবন আঁকা।


মোদের জীবন কেবল শুরু
সকল ভয়ের হবই গুরু।
      জয় করে ভয় আনবো চারু
                    গাঁথবো জয়ের মালা,
শুধু পথের মাঝে চোখটা বুলা !
     মোদের আশায় পথ চেয়ে ধরা
          না থাকলে সাথে আগেই পালা।


(৭ জুলাই, ২০০১#৩৩)