রাত হলে মনে পড়ে, দিবসের সব ব্যথা।
          কত শত রূপ; বিরহ স্বরূপ!
হৃদয়ে আনাগোনা সুর; ‘অন্তর গাঁথা’ ব্যর্থহাসি!
           কাননে প্রেমগুলো হাসে!
তুমি না থাকলে হৃদয়ে, স্বপ্নরা ব্যথা হয়ে আসে!
   আসবে বলনা কবে! স্মৃতিরা দু’চোখে ভাসে!


    মনে পড়ে ধীরে ধীরে; দিবসের সব গান!
           ভালমন্দ কথা; শত আকুলতা
অধরে নেচে ওঠা প্রাণ! ‘অগাধ শান্তি’ উষ্ণ-প্রেম!
             স্বপনে প্রেম ছুঁয়ে হাসে!
ব্যথা না থাকলে হৃদয়ে, কিভাবে মায়া-মম আসে!
     আসছে জীবনে তাই; কোমল পরশে ভাসে।


    ঘুম ভাঙা ভোর আজ; ঘুমে ঘুমে আয়োজন
           কত দিন আর; মায়া মমতার!
ছিড়বে নাড়ি যবে, দেখ; ‘অনন্ত যাত্রা’ অন্তরাত্মা-
             অলক্ষ্যে উঠবেই হেসে!
লক্ষ্য না থাকলে জীবনে; কষ্টরা ঠিক চলে আসে
    আসবেনা কেন বলো! কর্ম যে দু’চোখে ভাসে!



(০৯ জুলাই, ২০০২# ৬০)