.              শান্ত মন, ক্লান্ত নয়।
             স্তব্ধ ক্ষণ- প্রাণহীন নয়!
     মানুষ বলবে কথা, এতো নয় পুরাতন।
             কেউ শুনবে, কেউ না!
             বিরহের আস্বাদন।
                     তবু,
        মাথা উঁচু করে- দাড়াবেই কেউ-
                  দমাবার নয়!
ভয় তো থাকবে মনে, এতো জীবনের সুর।
                 সবার কি হয়?
ভয়ে ভয়ে থেমে গেলে, থেমে রবে মাঝ পথে,
একে একে মুছে যাবে, সুখ যত- রাজ পথে!


                মুখ বন্ধ, শব্দ নেই!
           তপ্ত ঠোঁট; কথা থেমে নেই!
     হৃদয় বলবে কথা, এতো থামাবার নয়।
              কেউ বুঝবে, কেউ না!
               বিস্মৃতির সম্মোহন।
                        তবু,
        সত্য খুঁজে নিয়ে- আসবেই কেউ।
                  থামাবার নয়!
কথা তো বলবে লোকে, এতো বিধাতার দান-
                 সবাই তো কয়!
সত্য কথা বলে যে বা- সে পায় সুখের ভাষা,
মর্ত্য খুঁজে পায় সেই, যে থাকে মিথ্যায় ভাসা।



(১২ জুলাই, ২০০২# ৬২)