কাঠফাটা রোদ কোথা গেল রে।
টুপটাপ বৃষ্টি থামে না তো রে।
          সূর্যটা উঠেনি কতদিন যে!
                  আকাশেতে চেয়ে দেখ,
কেউ নিয়ে যা দূরের পানে মেঘ!
          ঝরে না যেন এমন অবিরত
                  কমে যায় যেন মিষ্টি আবেগ!


রোদ রোদ করে অতিষ্ঠ মন!
রোদ দিলে হানা, অগ্নি যেমন!
          মন চায় ঠাণ্ডা, বৃষ্টি তেমন!
                  কেন তবে হাহাকার!
বেশি বেশি রোদ বৃষ্টি কদাকার।
          যা আসে আসুক না, এমন করে
                  শক্তি পাই যেন সহ্য করার।


‘দয়াময় তুমি- শক্তি ভীষণ।
ক্ষমতা তোমার চির অম্লান।
          দোয়া মাঙি তাই তব সম্মান-
                   মোদের করুণা করো,
যা আছে ভালো তাতে হৃদয় ভরো।
          থাকি যেন সতত সন্তুষ্টি নিয়ে
                    সেই সুধা পানে- মোদের গড়ো’।


(০৭ জুলাই, ২০০২#৫৭)