শোন রংবাজ, শোন ধোঁকাবাজ
         কেন করো এতো হানাহানি!
বুক ফুলিয়ে স্বার্থ উদ্বার করো-
                         জানো কি?
         কিভাবে পেলে বাংলাখানি!
অনেক রক্তক্ষয়ী সংগ্রামের পরে
         পেয়েছ আজ এ হীরার খনি,
সবাইকে পথে ঠেলে এখন তবে
         খুঁজে চলেছ শুধু মনের ধনি?
কত যে মায়ের কোল শূন্য করে
         চলে গেছে বাংলার শত সন্তান,
কত যে নাবিক কত যে পথিক
         দিয়ে গেল এ বাংলায় নিজ প্রাণ!
বুদ্ধিজীবীরা তাদের লেখনি দ্বারা
         করেছিলো বাংলার প্রাণের সঞ্চারণ,
রক্ষা করতে এ সোনার বাংলা
         করেছিলো মৃত্যুকে স্বেচ্ছায় বরণ।


ভেবেছ কি কভূ- ভাবলে না তবু
         কি বা করার আছে এখানে!
কত সংগ্রাম চললো একে একে
         এই বাংলার বুকে যেখানে!
সেখানে থেকে আবারো কেন তবে
                “এত রংবাজী!
                          এতটা প্রাণের নাশে-
অবুঝ হয়ে যায় হৃদয়ের ঘর?
                 কু-লক্ষ্যে,
                          সহসা জীবন ভাসে”!


ছেড়ে দাও সব, ভাল হয়ে যাও
          করে চলো দেশের কল্যাণ,
জীবন দিয়ে যারা বাঁচিয়েছে দেশ
       করনা তাদের আর অসম্মান।


(০২ এপ্রিল, ২০০১#১৮)