জন্মভূমি যেন রত্নের আকর
      ভুলতে পারেনা কেউ তাকে,
প্রাণের বাহুডোরে বেঁধেছে যে নিয়তি
      ছুটে যেতে পারে তার ডাকে।
অসহায় অবেলায় দেশের ছায়া
     সতত থাকে যার মননে,
জন্মভূমির সাধে মুখরিত ক্ষণ
     থাকে তার হৃদয় কাননে।
না ভেবে নিজের কথা সামনে এগোয়
     ভাবে না আসলেও মরণ!
সয়ে যায় সবকিছু বিশালতা নিয়ে
     মরণ করে নেয় বরণ!


তারা তো আত্নভোলা,(ডুবে থাকে যারা)
      অযথা আপনার স্বার্থে!
নিমিষেই মুছে দিতে পারে সবকিছু
      পারে তারা দেশকে ছাড়তে!


তবুও
অভাগার দল কভু ফিরে আসে যদি
       ভুলে গিয়ে যাতনার গান,
আমার বিশাল দেশ ক্ষমা করে দেয়
       মুছে দিয়ে মান অভিমান।


(২৮ এপ্রিল, ২০০১#২৩)