মানুষের ঐ শ্রেষ্ঠ ধ্বনি
        মর্মে মর্মে কানে শুনি,
          যে দিকে চাই এ ভুবনে
              বিজয় দেখি বারংবার।


       রংতুলিতে চিত্র একে
       স্বাধীনতা বক্ষে লেখে
         খুঁজে পেয়ে শ্রেষ্ঠ ধন-
       সময় কাটায় তাই দেখে।
       ভয় ছিলনা কারুর মনে
          দেখে কষ্টের পারাবার,
তাই, যেদিকে চাই এ ভুবনে
          বিজয় দেখি বারংবার।


       বুঝেছিলো তখন সবাই
           আপন শক্তি শ্রেষ্ঠ বল;
      তাই বলেই তো হয়নি ক্ষ্যান্ত-
          খুঁজে নিয়েছে কষ্টের ফল।
       নেমেছিলো জীবন বাজিতে
           সহ্য হয়নি’ক তাদের আর,
       যে দিকে চাই এ ভুবনে
              বিজয় দেখি বারংবার।


        মুছে সকল বাঁধা গ্লানি,
        হয়ে গিয়েছে মানী-গুণী।
           মনে মুখোশ-মুখেতে নাই!
        হয়তো আমরা তাই জানি!
      সবাই তারা সুখ খুঁজেছে
          এই ধরাতেই পুনর্বার,
      যেদিকে চাই এ ভুবনে
          বিজয় দেখি বারংবার।


       সুখের পাখনা ডানা মেলে
       সকল দুঃখ দিয়ে ফেলে,
           তরুণ, আলোক বার্তা আনে,
       দেখে নেয় সব চোখ তুলে!
       আকাশ থাকে কান্না নিয়ে
            কষ্ট হয়না তাই বৃষ্টির আর
       যেদিকে চাই এ ভুবনে
            বিজয় দেখি বারংবার।


       অভিযানের সুযোগ পেয়ে
       ভয় রেখেছে দূরে ফেলে,
           চাঁদ অভিযান হাতে নিয়ে
       তরুণ প্রান আসছে ধেয়ে।
       মঙ্গল গ্রহের খবর নিতে
           দেরি হয়না তাই এখন আর
       যেদিকে চাই এ ভুবনে
            বিজয় দেখি বারংবার।


      সবাই আজ চোখ খুলে
          দেখে তরুণের সফলতা
     কাঁদছে কেউ, হাসছে ফের
         মুছে ফেলে সব ব্যর্থতা।
      আলো ছড়িয়েছে তরুণ-যুবা
         অবাক হল তাই  বিশ্ব আবার-
      যে দিকে যাই তরুন মোরা
          বিজয় গাঁথা বারংবার।


(মে ২০০৪ # ৩৫৮)